শতরঞ্জি কি ?
দেশজ উপাদানে ও প্রাকৃতিক সুতায় তৈরি শতরঞ্জি হলো একধরনের পাপোশ। শতরঞ্জির আবেদন ও আরাম অন্য রকম, পরিবেশ বান্ধবও বটে। শতরঞ্জির ব্যবহার মূলত ঘরের মেঝে ঢাকতে। নানা মাপের শতরঞ্জি পাওয়া যায়। তবে শতরঞ্জি এখন আর শুধু বসার মাদুর নয়- শতরঞ্জিকে এখন ব্যবহার করা হচ্ছে ওয়ালম্যাট, ম্যাগাজিন হোল্ডার, আসন ইত্যাদি হিসেবে।
কোন কোন সাইজ পাওয়া যাবে ?
আমি এই পোস্টে যে পাপোস গুলির ছবি ব্যবহার করেছি। এখানে সাইজঃ ৪’ X ২’ ফিট এবং সাইজঃ ১৮” X ২৪” . আপনার পছন্দ মতো যেকোন সাইজের পাওয়া যাবে। আমি দিতে পারবো। অনেকেই যাদের সাইজ বুজতে অসুবিধা , শুধুমাত্র তাদের জন্য আমি একটু ধারনা দেই। সাইজঃ ৪’ X ২’ ফিট একটা জায়নামাজের মতো হয়ে থাকে(শুধুই একটা ধারণা মাত্র )। অনেকেই বলেন সাইজ বুজিনা তাই বললাম। সাইজঃ ১৮” X ২৪” বাথরুমের সামনে সাধারনত যে পাপোশ ব্যবহার করে তার মতো হয়ে থাকে।
দাম কেমন পড়বে ?
সাইজ: ১৮”x২৪” ইঞ্চি
দাম: ১ পিচ : ৩০০ টাকা,
সাইজঃ ৪’ X ২’ ফিট
দাম: ১ পিচ : ৯০০ টাকা,
দাম নির্ভর করে আপনি কত বড় চাইছেন।
কীভাবে পেতে পারি ?
আপনার অর্ডার কনফার্ম করতে আমাদের ফেচবুকে ইনবক্স করবেন নিজের ঠিকানা আর মোবাইল নাম্বার দিয়ে। তখন আপনাকে বিকাশ নাম্বার দেওয়া হবে ,সেখানে বিল পরিশোধ করলে ,তারপর আপনার প্রোডাক্ট পাঠানো হবে।
আমরা সুন্দরবন কুরিয়ারে পাঠাই। কুরিয়ার বিল যা আসবে তা আপনাকে পরিশোধ করতে হবে। হোম ডেলিভারি হয় না। তবে মাটির বিভিন্ন জিনিস অনলাইনে বিক্রি করি (ডিনার ছেট ,হাড়ি ,পাতিল ইত্যাদি )। সেগুলি হোম ডেলিভারি দেওয়া হয়ে থাকে। সাথে কিছু মাটির জিনিসের অর্ডার থাকলে হোম ডেলিভারি পেতে পারেন। ডেলিভারি চার্জ ৮০ টাকা।
বি:দ্রঃ আপনি একসাথে যেকোন সাইজের দুইটা শতরঞ্জি অর্ডার করলে। ডেলিভারি চার্জ ফ্রি পাবেন। আমাদের কোন শোরুম নাই। অনলাইনে বিক্রি করি।